রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আমার কোন চাওয়া পাওয়া নেই,মানুষের জন্য কিছু করতে চাই:ভাইস চেয়ারম্যান প্রার্থী লিখন মিয়া বাগমারায় কৃষি মেলার উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ সারিয়াকান্দিতে উপজেলা পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্য বাছাই রাজশাহী শিক্ষা বোর্ডে দীর্ঘ প্রতীক্ষিত লিফট উদ্বোধন বাগমারাবাসীর সেবা করে যেতে চাই-এমপি আবুল কালাম আজাদ প্রচন্ড দাবদাহে পথচারী ও শ্রমজীবীদের মধ্যে হাতীবান্ধায় শরবত বিতরণ কমলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছালাম মৃধার উঠান বৈঠকে জনতার ঢল নিজেই এখন গরম ও লোডশেডিং চলচ্চিত্র শিল্পী সমিতির দুঃখ প্রকাশ,দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

কাজিপুরে ৯৫ ফাউন্ডেশন মেধা বৃত্তি উৎসব

“মেধা মূল্যায়ন আমাদের মুল লক্ষ্য” এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ৯৫ ফাউন্ডেশনের উদ্যোগে এবং প্রতি বছরের ন্যায় ৭ম শ্রেনির মেধা বৃত্তি প্রদান উপলক্ষে শিক্ষক -অভিভাবক -শিক্ষার্থী সমাবেশ ও মেধা বৃত্তি উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

২৭ অক্টোবর শুক্রবার সকালে তারাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় তিনি ৯৫ ফাউন্ডেশনের এমন কর্মকান্ডে ভুয়সী প্রসংশা করে বলেন, সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে জনকল্যাণকর কাজ করে যাচ্ছেন।আশা করি, ভবিষ্যতে তাদের কার্যক্রম প্রসারিত হবে, কাজিপুরের সুবিধাবঞ্চিত মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে।নিজেদের কষ্টের্জিত টাকা দিয়ে মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতার মাধ্যমে আরো উৎসাহিত করে আলোকিত সমাজ গঠনে অগ্ৰণী ভূমিকা পালন করে আসছে।শিক্ষার্থীদের মঙ্গলের জন্য বিনিয়োগ করে তাদের সাফল্যের ভিত্তি রচনা করছে ৯৫ ফাউন্ডেশন।জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল থেকে স্মার্ট দেশে রুপ নিচ্ছে বাংলাদেশ।উন্নত দেশের শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এক জন শেখ হাসিনা আছে বলেই।”

অনুষ্ঠানে ৯৫ ফাউন্ডেশনের সভাপতি প্রকৈশলী আবু রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, ৯৫ ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী আবদুল্লাহ আল নোমান, শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ৯৫ ফাউন্ডেশনের সহ-সভাপতি হাফিজুর রহমান, সহ সভাপতি সোলায়মান হোসেন, সাব্বির আহমেদ তামিম।

সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী ছাব্বির আহমেদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক এসএম সারোয়ার আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

পাঁচটি বিষয়ে মোট ১০০ নাম্বারে পরীক্ষায় উত্তীর্ণ ১০ জনকে ট্যালেন্টপুলে ছয় হাজার টাকা করে সম্মানি, সাধারণ মেধায় ৩৪ জনকে চার হাজার আট শত টাকাসহ সনদপত্র ও ক্রেস প্রদান করে এবং এক জন প্রতিবন্ধীকে এই সম্মানি ভাতা প্রদান করা হয় এবং ৪৬ জন শিক্ষার্থীকে উৎসাহ উদ্দীপনা দিতে সনদ ক্রেস ও সন্মানি বৃত্তি প্রদান করেন।ইংরেজি ও গণিতে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ৬ জনকে আলহাজ্ব নাসিম স্মৃতি ট্রাষ্টের পক্ষ থেকে বিশেষ বৃত্তি সম্মানি ভাতা দেয়া হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক আরো জানান, ফাউন্ডেশনের সদস্যদের ব্যক্তিগত অনুদানের অর্থ দিয়ে, সমাজে অবহেলিত, সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন সময়ে ইফতার সামগ্রী বিতরণ, শীত বস্ত্র বিতরণ, ত্রাণ সামগ্রী ও দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা সহ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা হয়।ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ গত ১৫ ডিসেম্বর তারাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় সিরাজগঞ্জ-১ নির্বাচনী এলাকার ১৭ টি ইউনিয়নের ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৬৮ জন শিক্ষার্থী অংশগ্ৰহন করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + thirteen =


অফিসিয়াল ফেসবুক পেজ

x