রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমার কোন চাওয়া পাওয়া নেই,মানুষের জন্য কিছু করতে চাই:ভাইস চেয়ারম্যান প্রার্থী লিখন মিয়া বাগমারায় কৃষি মেলার উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ সারিয়াকান্দিতে উপজেলা পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্য বাছাই রাজশাহী শিক্ষা বোর্ডে দীর্ঘ প্রতীক্ষিত লিফট উদ্বোধন বাগমারাবাসীর সেবা করে যেতে চাই-এমপি আবুল কালাম আজাদ প্রচন্ড দাবদাহে পথচারী ও শ্রমজীবীদের মধ্যে হাতীবান্ধায় শরবত বিতরণ কমলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছালাম মৃধার উঠান বৈঠকে জনতার ঢল নিজেই এখন গরম ও লোডশেডিং চলচ্চিত্র শিল্পী সমিতির দুঃখ প্রকাশ,দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

দুর্ণীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন-আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী

ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস ও দূর্ণীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যান্ত পরিশ্রম করে যাচ্ছেন।আমরা বিশ্বাস করি আমাদের নেত্রীর মাধ্যমে এদেশের মানু্ষের সুখ শান্তি ও সমৃদ্ধি অর্জিত হচ্ছে এবং হবে।

সিলেট- ২ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ২১মার্চ মঙ্গলবার বিকেল দুইটায় বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউ’কের উদ্যোগে পাহাড়পুর গ্রামে এলাকার গরীব অসহায়দের মধ্যে রমজানের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে উপরোক্ত কথা গুলো তিনি ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি ট্রাস্টের উপদেষ্ঠা কমিটির সভাপতি মুরব্বী তেরা মিয়ার সভাপতিত্বে এবং শাহ আজিজুর রহমান ও সিদ্দিকুর রহমান চিশতির যৌথ সঞ্চালনায়, আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী আরো বলেন, সেলিম আহমদের মতো সমাজে আরো যারা বিত্তবান আছেন, তারা সবাই যদি এলাকার গরীব দুঃখী মানুষের কল্যাণে এগিয়ে আসেন তাহলে এলাকার মানুষ খুবই উপকৃত হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সিলেট জেলা পরিষদের সদস্য ও সিলেট আইনজীবি সমিতির অন্যতম সদস্য আ্যডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।

তিনি বক্তব্যে বলেন, মানুষ তার কাজের মাধ্যমে সমাজে সম্মানিত হয়।তিনি বলেন, সেলিম আহমেদ গরীব দুখীর কল্যাণে যে মানবিকতার পরিচয় দিচ্ছেন তা অত্যান্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল বলেন, মানুষের কল্যাণে যারা দান ও কাজ করেন এর বিনিময় তারা আখেরাতের ময়দানে শেষ বিচারের দিন অবশ্যই পাবে।তিনি রমজানে কুরআন তিলাওয়ত, নামাজ ও মহান আল্লাহর জিকিরে আত্ননিবেশ করার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও মোনাজাত পরিচালনা করেন লেখক গবেষক, মাওলানা আব্দুল হাই জিহাদি, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন, ট্রাস্টের বাংলাদেশ কমিটির আহবায়ক ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সায়েস্তা মিয়া।

এসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কবি এস পি সেবু, বিশ্বনাথ বার্তার সাবেক স্টাফ রিপোর্টার কবি আ ক ম এনামুল হক মামুন, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রব রাজু, সমুজ আহমদ সায়মন, সুহেল আহমদ, আব্দুল কাঈুম, কবি লাহিন নাহিয়ান, ট্রাস্টি শামীম আহমদ, মামুন আহমদ, আকিক আহমেদ, সালমান আহমেদ, শামীম আহমদ (২), আব্দুল কাইয়ুম প্রমুখ।

এখানে উল্লেখ্য যে, উক্ত ট্রাস্টের প্রধান কর্ণধার যুক্তরাজ্য প্রবাসী অত্র ইউনিয়নের পাহাড়পুর গ্রামের কৃতি সন্তান।তিনি স্বদেশে বসবাসকালে খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠা সভাপতি ছিলেন এবং বর্তমানে যুক্তরাজ্যে ডরসেট আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + fifteen =


অফিসিয়াল ফেসবুক পেজ

x