শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকের জাউয়া বাজারসহ তার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি রামপালে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক পলাশবাড়ীতে বাবু হত্যার মামলার তিন আসামী গ্রেফতার পলাশবাড়ীতে ডাব্বু জুয়ার সরঞ্জমাদিসহ ৩ জুয়ারী আটক রাজশাহীতে বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন সুন্দরগঞ্জে ধানক্ষেতে ঘর তুলে জমি দখলের চেষ্টা নিষ্টুর কালবৈশাখী জমি সংক্রান্ত বিরোধের জেরে ঈশ্বরদীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা স্বাধীন বাংলার প্রথম পতাকার শিল্পী শিব নারায়ণ দাশের মৃত্যুতে ৫ দলীয় বাম জোটের শোক বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন সভার প্রাক্কালে জনস্বার্থ বিরোধী সকল বৈদেশিক ঋণ বাতিলের দাবীতে বিক্ষোভ
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

বরিশাল বিভাগের ২১ আসনেই প্রার্থী দিল জাপা

বরিশাল বিভাগের ২১টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি।

একাদশ জাতীয় সংসদের দুই সদস্য (এমপি) গোলাম কিবরিয়া টিপু ও নাসরিন জাহান রতনাকে ফের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।কেননা, তারা দুজনেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।

হেভিওয়েট ক্যান্ডিডেটদের মধ্যে নাসরিন জাহান রতনার স্বামী ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারকে পটুয়াখালী-১ আসন থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।এর আগে ২০১৪ সালে এ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তিনি।

এছাড়া পটুয়াখালী-২ আসনে মো. মহসিন হাওলাদার, পটুয়াখালী-৩ আসনে মো. নজরুল ইসলাম ও পটুয়াখালী-৪ আসনে আব্দুল মন্নান হাওলাদার দলীয় মনোনয়ন পেয়েছেন।

গত জুনের সিটি নির্বাচনে গোটা দেশে আলোচনার তুঙ্গে ছিল বরিশাল।এ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য ইকবাল হোসেন তাপস।তাকে জাতীয় সংসদ নির্বাচনে সদর (বরিশাল-৫) আসন থেকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি।

বরিশাল-১ আসনে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সেরনিয়াবাত সেকান্দার আলী দলীয় মনোনয়ন পেয়েছেন।

বরিশাল-২ আসনে রঞ্জিত কুমার বাড়ৈ; বরিশাল-৩ আসনে কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু; বরিশাল-৪ আসনে মো. মিজানুর রহমান মনোনয়ন পেয়েছেন।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের স্ত্রী ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা মনোনয়ন পেয়েছেন বরিশাল-৬ আসন থেকে।

বরগুনা-১ আসনে কেন্দ্রীয় কমিটির সদস্য মো. খলিলুর রহমান, বরগুনা-২ আসনে মিজানুর রহমান, ভোলা-১ আসনে মো. শাহজাহান মিয়া, ভোলা-২ আসনে মো. মিজানুর রহমান, ভোলা-৩ আসনে মো. কামাল উদ্দিন, ভোলা-৪ আসনে মো. মিজানুর রহমান, ঝালকাঠি-১ আসনে মো. এজাজুল হক, ঝালকাঠি-২ আসনে মো. আনোয়ার হোসেন হাওলাদার, পিরোজপুর-১ আসনে কেন্দ্রীয় কমিটির মো. নজরুল ইসলাম, পিরোজপুর-২ আসনে খলিলুর রহমান খলিল, পিরোজপুর-৩ আসনে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য মাশরেকুল আজম রবি দলীয় মনোনয়ন পেয়েছেন।

এদিকে গত শুক্রবার জাসদ থেকে বরিশালের ২১ টি আসনের মধ্যে বারোটিতে দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করে।

দলীয় সূত্রে জানা গেছে, বরগুনা-১ আসনে আবু জাফর সূর্য, পটুয়াখালী-১ আসনে কে এম আনোয়ারুজ্জামান মিয়া (চুন্নু), পটুয়াখালী-৪ আসনে বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, ভোলা-১ আসনে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বরিশাল-২ আসনে সাজ্জাদ হোসেন, বরিশাল-৩ আসনে কাজী সিদ্দিকুর রহমান, বরিশাল-৪ আসনে অ্যাডভোকেট আব্দুল হাই মাহবুব, বরিশাল-৫ আসনে কে এম মনিরুল আলম (স্বপন খন্দকার), বরিশাল-৬ আসনে মোহাম্মদ মোহসীন, পিরোজপুর-১ আসনে সাইদুল ইসলাম ডালিম, পিরোজপুর-২ আসনে সিদ্ধার্থ মণ্ডল, পিরোজপুর-৩ আসনে রণজিৎ কুমার হাওলাদারকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।এর মধ্যে দুজন রয়েছেন সাংবাদিক নেতা।

এদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিও বরিশালে কয়েকটি আসনে দলীয় মনোনয়ন দেওয়ার চিন্তাভাবনা করছে।

যার মধ্যে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু বরগুনা-২ (বামনা পাথরঘাটা বেতাগী) আসন থেকে, বাংলাদেশ যুব মৈত্রীর সহ-সভাপতি মো. জহুরুল হক টুটুল বরিশাল-২ (উজিরপুর—বানারীপাড়া) আসন থেকে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট টিপু সুলতান বরিশাল-৩ (মুলাদী উপজেলা ও বাবুগঞ্জ উপজেলা) থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তবে বরিশাল-৩ আসনে আরও একটি মনোনয়ন ফরম সংগ্রহের গুঞ্জন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + nineteen =


অফিসিয়াল ফেসবুক পেজ

x