রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের চেয়ারম্যান, ছাপচিত্রী, গবেষক, সম্পাদক ও লেখক অধ্যাপক হীরা সোবাহান “শিল্পকলা গবেষণা ও শিক্ষা” ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় “বিশ্বকবি রবীন্দ্রনাথ পিস অ্যাওয়ার্ড- ২০২৩” লাভ করেছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ভারতের কলকাতার বাসারাতে রবীন্দ্র ভবন মিলনায়তনে বিকাল ৩টায় আমার আশা ফাউন্ডেশন এবং “ইন্ডিয়া-বাংলাদেশ কালচারাল কাউন্সিল আয়োজিত বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব অনুষ্ঠানে তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী, বিধায়ক, এমএলএ, টেলিভিশন, চলচ্চিত্র, সঙ্গীত শিল্পীবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব ও শিল্প-সাহিত্য অঙ্গনের বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
পুরস্কার পাওয়ায় তার অনুভূতি ব্যক্তি করে বলেন, গবেষণা কাজের মূল্যায়ন এদেশে খুব কমই হয়।তারপরেও বর্হিবিশ্ব থেকে এ ধরনের পুরস্কার প্রাপ্তি পরবর্তী গবেষণাকর্মে আমাকে আরও প্রণোদনা জোগাবে।কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।