বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

ভোলায় ১২০ টাকায় পুলিশের চাকরি মিলল ৬৮ জনের

ভোলায় মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন ৬৮ জন তরুণ-তরুণী।১২০ টাকা দিয়ে আবেদন করেই কোনো সুপারিশ ছাড়াই তারা এ চাকরি পেয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ভোলা পুলিশ লাইনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৫৮ জন পুরুষ ও ১০ জন নারী প্রার্থীকে চূড়ান্ত ভাবে উত্তীর্ণ ঘোষণা করা হয়।

ফলাফলের চূড়ান্ত কপি হাতে পেলেও নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছেন না সদ্য চাকরি পাওয়ারা।আর চাকরি পাওয়ায় খুশি তাদের পরিবার।

পুলিশের চাকরিতে ঘুষ লাগে না জানিয়ে সকলকে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম।

ফলাফল প্রকাশের পূর্ববর্তী সময়ে সকল প্রার্থীদের উদ্দেশ্য পুলিশ সুপার বলেন, আমরা ভোলাবাসীকে আশ্বস্ত করেছিলাম একটি স্বচ্ছ নিয়োগ উপহার দিব, আমরা আমাদের কথা রেখেছি।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ এর আলোকে উন্নত দেশের পুলিশ বাহিনী গড়ে তোলার মাধ্যমে সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশের আইকন ও অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নির্দেশনা মোতাবেক গতবারের ন্যায় এবারও শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সম্পন্ন হয়েছে”।

তিনি উত্তীর্ণ সকলকে আগামী দিনে ‘চাকরি নয়, সেবা’ এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে বাংলাদেশ পুলিশে অবদান রাখার আহ্বান জানান।

এ সময় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।

উল্লেখ্য যে, প্রাথমিকভাবে ২১৩৬ জন অনলাইনে আবেদন করেন।এর মধ্যে PET (Physical Examination Test) এ উত্তীর্ণ হয়ে ৭০৪ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন, লিখিত পরীক্ষায় ২০২ জন উত্তীর্ণ হয়ে ভাইভায় অংশগ্রহণ করেন।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য সহ ভোলা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ

x
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com