ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
বিশেষ বিজ্ঞপ্তি ::
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল 'যমুনা প্রতিদিন ডট কম' এ আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগ,স্থানীয় দালাল চক্রের রফাদফার চেষ্টা দান-সাদকায় মানুষের দুনিয়া ও পরকালের জীবন হয় সম্মান ও গৌরব মণ্ডিত সাংবাদিককে রেল কর্মকর্তার হুমকির প্রেক্ষিতে মহাপরিচালক বরাবর অভিযোগ ৪০০ পথচারী রোজাদারের হাতে ইফতারি তুলে দিলেন  মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত মান্দায় প্রতিপক্ষের মারপিটে নারীসহ আহত ৫ সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া গলাচিপায় জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ঈশ্বরদীতে একই শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ শিক্ষক-কর্মচারীকে শোকজ মোরেলগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালন

বাউফলে এক পরিবারে ৬৬জন হাফেজ

আশিকুর রহমান তুষার,বাউফলঃ
  • আপডেট সময় : ১০:০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে
যমুনা প্রতিদিন অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাউফলে একটি পরিবারে ৬৬ জন কোরআনে হাফেজ।উপজেলায় তার হাত গড়ে উঠেছে ৫টি হাফেজি ও কওমি মাদ্রাসা।এছাড়া ঢাকাতে রয়েছে একই মানের আরও ৮টি প্রতিষ্ঠান।অধ্যয়নরত আছেন তার পরিবারে অপর আরও ১৮জন হাফেজ।

হাফেজ গড়ার এই কারিগর মো. শাহজাহান হাওলাদার (৭৫)।তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিলবিলাস গ্রামে।

মাত্র ৩বছর বয়সে মা এবং ৭বছর বয়সে বাবাকে হারান তিনি।১৯৬৯ সালে বগা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭১ সালে বাউফল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন।নিজের পৈতৃক সম্পত্তি ও মামা বাড়ির ৩ একর জায়গা বিক্রি করে প্রতিষ্ঠা করেছেন ১৩ টি হাফেজি ও কওমি মাদরাসা এবং ৩ টি মসজিদ।৬ ছেলে ও ৪ মেয়েসহ মোট ১০সন্তানের জনক তিনি।এই ১০ সন্তান থেকেই বর্তমানে ৬৬ জন কোরআনে হাফেজ।

শাহজাহান হাওলাদারের বড় ছেলে হাফেজ মাওলানা মজিবর রহমানের ৩ ছেলে ও ৪ মেয়ে সহ মোট ৮ জন হাফেজ।

দ্বিতীয় ছেলে হাফেজ মাওলানা নূর হোসেন।তার ৩ ছেলে ৩ মেয়ে ও মেয়ে জামাইসহ পরিবারে মোট ৮জন হাফেজ।

তৃতীয় ছেলে হাফেজ মাওলানা আবু বকর।এই পরিবারে ২ ছেলে ও ৩ মেয়ের মধ্য ৩ জন হাফেজ।

মেয়ে জামাইসহ মোট হাফেজের সংখ্যা ৬ জন।

চতুর্থ ছেলে হাফেজ ইব্রাহীম।১ মেয়ে ৪ ছেলে ও মেয়ে জামাইসহ হাফেজ সংখ্যা ৬ জন।

পঞ্চম ছেলে হাফেজ জোবায়ের।তাদের পরিবারের ২ ছেলে ও ২ মেয়ে তারা সবাই হাফেজ।এই পরিবারে মোট হাফেজ সংখ্যা ৬ জন।

ছোট ছেলে হাফেজ হুজাইফা।২ ছেলে ও ১ মেয়ের মধ্যে ১ জন হাফেজ।তাদের পরিবারে মোট হাফেজের সংখ্যা ২ জন।

শাহজাহান হাওলাদারের ৪ মেয়ে।প্রথম মেয়ে হাফেজা খাদিজা।তার পরিবারে ছেলে মেয়ে, ছেলের বউ এবং মেয়ে জামাইসহ হাফেজ ১১জন।

দ্বিতীয় মেয়ে হাফেজা আসমা।তাদের সংসারে ছেলে-মেয়ে ও মেয়ে জামাইসহ হাফেজের সংখ্যা ১০ জন।

দ্বিতীয় মেয়ে হাফেজা খানসা।তাদের সংসারে ছেলে-মেয়ে ও মেয়ে জামাইসহ মোট হাফেজের সংখ্যা ৬ জন।

সর্বকনিষ্ঠ মেয়ে হাফেজা আম্মারা।তাদের সংসারে ২ ছেলে ১ মেয়েসহ মোট হাফেজের সংখ্যা ৩ জন।

এ বিষয়ে শাহজাহান হাওলাদার বলেন, আমার পরিবারে ১১ জন জামাই হাফেজ।এছাড়াও আমার পরিবারের ছেলেমেয়ে নাতি-বউসহ ৬৬ জন হাফেজ-হাফেজা রয়েছেন।আমি সাতখানা কিতাব লিখেছি।সবার কাছে আমার অনুরোধ রইল আপনারা আপনাদের ছেলে মেয়েদের হাফেজ-হাফেজা বানাবেন।আমি কোনো দান বা সহযোগিতা এখন পর্যন্ত পাইনি।আমি আমার পৈতৃক সম্পত্তি ও মামা বাড়ির সম্পত্তি থেকে তিন একর জমি বিক্রি করে মাদরাসা-মসজিদ করেছি।

বাউফল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, শাজাহান হাওলাদার একজন ভদ্র মানুষ ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞ।তার পরিবারের এই ৬৬ জন হাফেজ।এটা গর্বের বিষয়।সারাদেশে উদাহরণ তৈরি করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন বলেন, এটা বাংলাদেশের মধ্যে একটি বিরল ঘটনা।উপজেলার জন্য একটি গর্বের বিষয়।আমরা তার পরিবারের সাফল্য কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে এক পরিবারে ৬৬জন হাফেজ

আপডেট সময় : ১০:০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩

বাউফলে একটি পরিবারে ৬৬ জন কোরআনে হাফেজ।উপজেলায় তার হাত গড়ে উঠেছে ৫টি হাফেজি ও কওমি মাদ্রাসা।এছাড়া ঢাকাতে রয়েছে একই মানের আরও ৮টি প্রতিষ্ঠান।অধ্যয়নরত আছেন তার পরিবারে অপর আরও ১৮জন হাফেজ।

হাফেজ গড়ার এই কারিগর মো. শাহজাহান হাওলাদার (৭৫)।তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিলবিলাস গ্রামে।

মাত্র ৩বছর বয়সে মা এবং ৭বছর বয়সে বাবাকে হারান তিনি।১৯৬৯ সালে বগা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭১ সালে বাউফল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন।নিজের পৈতৃক সম্পত্তি ও মামা বাড়ির ৩ একর জায়গা বিক্রি করে প্রতিষ্ঠা করেছেন ১৩ টি হাফেজি ও কওমি মাদরাসা এবং ৩ টি মসজিদ।৬ ছেলে ও ৪ মেয়েসহ মোট ১০সন্তানের জনক তিনি।এই ১০ সন্তান থেকেই বর্তমানে ৬৬ জন কোরআনে হাফেজ।

শাহজাহান হাওলাদারের বড় ছেলে হাফেজ মাওলানা মজিবর রহমানের ৩ ছেলে ও ৪ মেয়ে সহ মোট ৮ জন হাফেজ।

দ্বিতীয় ছেলে হাফেজ মাওলানা নূর হোসেন।তার ৩ ছেলে ৩ মেয়ে ও মেয়ে জামাইসহ পরিবারে মোট ৮জন হাফেজ।

তৃতীয় ছেলে হাফেজ মাওলানা আবু বকর।এই পরিবারে ২ ছেলে ও ৩ মেয়ের মধ্য ৩ জন হাফেজ।

মেয়ে জামাইসহ মোট হাফেজের সংখ্যা ৬ জন।

চতুর্থ ছেলে হাফেজ ইব্রাহীম।১ মেয়ে ৪ ছেলে ও মেয়ে জামাইসহ হাফেজ সংখ্যা ৬ জন।

পঞ্চম ছেলে হাফেজ জোবায়ের।তাদের পরিবারের ২ ছেলে ও ২ মেয়ে তারা সবাই হাফেজ।এই পরিবারে মোট হাফেজ সংখ্যা ৬ জন।

ছোট ছেলে হাফেজ হুজাইফা।২ ছেলে ও ১ মেয়ের মধ্যে ১ জন হাফেজ।তাদের পরিবারে মোট হাফেজের সংখ্যা ২ জন।

শাহজাহান হাওলাদারের ৪ মেয়ে।প্রথম মেয়ে হাফেজা খাদিজা।তার পরিবারে ছেলে মেয়ে, ছেলের বউ এবং মেয়ে জামাইসহ হাফেজ ১১জন।

দ্বিতীয় মেয়ে হাফেজা আসমা।তাদের সংসারে ছেলে-মেয়ে ও মেয়ে জামাইসহ হাফেজের সংখ্যা ১০ জন।

দ্বিতীয় মেয়ে হাফেজা খানসা।তাদের সংসারে ছেলে-মেয়ে ও মেয়ে জামাইসহ মোট হাফেজের সংখ্যা ৬ জন।

সর্বকনিষ্ঠ মেয়ে হাফেজা আম্মারা।তাদের সংসারে ২ ছেলে ১ মেয়েসহ মোট হাফেজের সংখ্যা ৩ জন।

এ বিষয়ে শাহজাহান হাওলাদার বলেন, আমার পরিবারে ১১ জন জামাই হাফেজ।এছাড়াও আমার পরিবারের ছেলেমেয়ে নাতি-বউসহ ৬৬ জন হাফেজ-হাফেজা রয়েছেন।আমি সাতখানা কিতাব লিখেছি।সবার কাছে আমার অনুরোধ রইল আপনারা আপনাদের ছেলে মেয়েদের হাফেজ-হাফেজা বানাবেন।আমি কোনো দান বা সহযোগিতা এখন পর্যন্ত পাইনি।আমি আমার পৈতৃক সম্পত্তি ও মামা বাড়ির সম্পত্তি থেকে তিন একর জমি বিক্রি করে মাদরাসা-মসজিদ করেছি।

বাউফল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, শাজাহান হাওলাদার একজন ভদ্র মানুষ ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞ।তার পরিবারের এই ৬৬ জন হাফেজ।এটা গর্বের বিষয়।সারাদেশে উদাহরণ তৈরি করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন বলেন, এটা বাংলাদেশের মধ্যে একটি বিরল ঘটনা।উপজেলার জন্য একটি গর্বের বিষয়।আমরা তার পরিবারের সাফল্য কামনা করছি।