এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার জনসভাকে সফল করার আহ্বান

- আপডেট সময় : ০৯:৫৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ ৯৩ বার পড়া হয়েছে

এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার ভাংগারহাট কোটালিপাড়ার ২৫ তারিখের জনসভাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে এবিএম মহিউদ্দিন চৌধুরীর পরিবারের পক্ষ থেকে কোটালীপাড়া বাসি কে আহ্বান জানিয়েছেন।
বীর চট্টলার বীর সন্তান এবিএম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য ছোটপুত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীন (প্রিমিয়ার ইউনিভার্সিটি ট্রাস্টিবোর্ড সেক্রেটারি) পোস্টার ও ব্যানারের মাধ্যমে এই আহ্বান জানান।
তার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন-জাতির পিতার পুণ্য ভূমিতে বঙ্গবন্ধু কন্যার নিজ নির্বাচনী এলাকা, এই এলাকার সাথে তার পিতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর আত্মার সম্পর্ক ছিল, যার জন্য তিনি ১৫ই আগস্টে মেজবানীর আয়োজন করতেন অনাকাঙ্ক্ষিত ভাবে বিগত বছরে এই মেজবানি আয়োজন করা সম্ভব হয়নি।মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতিতে আশা করি আমাদের পরিবারের পক্ষ থেকে জাতির পিতার পূন্য ভূমিতে বিগত দিনের ন্যায় মেজবানি করার সুযোগ হবে।
তিনি আরো বলেন আমার বাবা যেমন আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু, বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু কন্যার সাথে আনুগত্যের সহিত ছিলেন তেমনি আমাদের পরিবার ও জাতির পিতার পুন্যভূমির সাধারণ জনগনের ও বঙ্গবন্ধু কন্যার পাসে আমৃত্যু থাকবে।