ময়মনসিংহের ফুলপুরে ভাষা সৈনিক মরহুম শামসুল হক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় খেলোয়াড়দের মাঝে ফুলপুর প্রেসক্লাবের পক্ষ থেকে জার্সি বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে ফুলপুর খেলার মাঠে ফাইনালে অংশগ্রহণ করা খেলোয়ারদের মাঝে ফুলপুর প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রহমান রনির সহযোগিতায় এই জার্সি প্রদান করা হয়।
এ সময় ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক, বিল্লাল হোসাইন সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান আকন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বপন, ফুলপুর যুব ক্রীড়া চক্র একাডেমীর সভাপতি মাজহারুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।