আমার এই কাজটি দেখে দর্শকরা নিরাশ হবে না।দর্শকদের কথা মাথায় রেখে আমি এটি নির্মান করে যাচ্ছি।আপনারা সবাই আমাদের জন্য দোযা করবেন।কথাগুলো বলেছেন ‘অভাগা স্বামী’ নাটকের পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ।
পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ আরো বলেন, যাতে করে আপনাদের আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি।আপনাদের ভালো কাজ উপহার দিলে আমাদের ভালো লাগবে।
রামপুরা টিভি রোড বিভিন্ন লোকেশোনে শুটিং চলছে ‘অভাগা স্বামী’।রাশেদুল ইসলাম রাশেদের পরিচালনায় নাটকে অভিনয় করছেন মেঘলা অন্তরা, তন্ময় বিশ্বাস, মুন্না, রাজিব সহ আরো অনেকে।ডিওপি-ঐশ্বর্য জাহিদ।ফ্লীম মেকার প্রডাকশন এর কাজ এটি।
এদিকে অভিনেত্রী মেঘলা অন্তরা জানান, আমাদের এই কাজ সবার খুব ভালো লাগবে আর আপনাদের ভালো লাগলে আমাদের কাজের স্বার্থকতা বাড়বে।আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেনো আরো বেশী বেশী কাজ আপনাদের উপহার দিতে পারি।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।