মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র এই স্লোগানকে সামনে নিয়ে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে এবং পাঠ্যপুস্তক হতে ধর্ম ও জাতিসত্তা বিরোধী বিতর্কিত বিষয়সমূহ বাতিল ও শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শালিখা উপজেলা শাখার আয়োজনে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি আড়পাড়া আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গণ হতে শুরু হয়ে আড়পাড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণপূর্বক স্ব স্থানে গিয়ে শেষ হয়।
আজ শুক্রবার বিকাল ৩ টায় মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শালিখা উপজেলা শাখার সভাপতি মীর আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুফতি মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মাগুরা জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা হাসিবুল ইসলাম।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শতখালী শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, মুফতি আবু তালহাসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী বৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দুই শতাধিক ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করে।
ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের অসহনীয় উর্ধ্বগতি দিনমজুর মানুষের জন্য দুর্বিসহ বিষয় হয়ে দাঁড়িয়েছে পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের বইগুলোতে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করার জোর দাবিও জানান তারা।