বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের ফলাফল

- আপডেট সময় : ০৭:৪৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ ৫৬ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে।
শুক্রবার (২৪ ফ্রেরুয়ারী) ফর্টিস এফসি লিমিটেড ৯ খেলায় ১১ পয়েন্ট ও লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড ৯ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে খেলতে নামে।খেলা শুরুর ১৯ মিনিটের মাথায় ফর্টিস এফসি লিমিটেডের আফগান্তিানের খেলোয়াড় আমিরুদ্দিন শরিফি হিংসাত্তোক আচরন করে খেলার কারনে রেফারী তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ ত্যাগ করতে বাধ্য করে ফলে তারা ১০ জন খেলোয়াড় নিয়ে খেলতে থাকে।পাল্টাপাল্টি আক্রমন ভঙ্গিতে উভয় দল খেলা শুরু করে।এর মধ্যেই খেলার প্রথমার্ধের ২৩ মিনিটের মাথায় সুযোগ পেয়ে ফর্টিস এফসি লিমিটেডের আফগান্তিান খেলোয়াড় আমিরুদ্দিন সারাফি সুযোগ পেয়ে জাল ভেদ করার ফলে তার ১ গোলে এগিয়ে যায়।
এর পরে দ্বিতীয়ার্ধের খেলা শুরু লে: শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড এর উজবিকাস্তেনের খেলোয়াড় নদিরবেক ৯১+১ মিনিটের মাথায় গোল জালে ভেদ করায় ফলে খেলায় সমতা ফিরে আসায় খেলায় শেষ পর্যন্ত ১-১ গোলে খেলাটি ড্র হলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়।ফলে ফর্টিস এফসি লিমিটেডের ১০ খেলায় ১২ পয়েন্ট ও লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড ১০ খেলায় ১৪ পযেন্ট সংগ্রহ হয়।
এই পয়েন্ট তালিকা অনুযায়ী লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড ৫ নাম্বারে উঠে আর ফর্টিস এফসি লিমিটেড ৭ নাম্বারে চলে যায়।