নাগরপুরে গয়হাটা ইউনিয়নে আ.লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

- আপডেট সময় : ০৩:১৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ ৮২ বার পড়া হয়েছে

টাংগাইলের নাগরপুরে গয়হাটা ইউনিয়নে আ.লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন টাংগাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
বক্তব্যে এমপি টিটু বলেন সামনে জাতীয় সংসদ নির্বাচন এখনো যে কয়দিন সময় আছে, আমরা সামাজিক ভাবে সকল উন্নয়ন একসাথে মিলেমিশে কাজ করবো সেই সাথে সরকারের উন্নয়ন চলছে এমন কাজের প্রচারণা চালানো সকলের কাছে এই প্রত্যাশা রাখেন।
গতকাল বৃহস্পতিবার রাতে গয়হাটা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সহ সভাপতি মোঃ আনিসুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম দুলাল, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম অপু, মোঃ জাহিদুল হাসান জাহিদ, শেখ শামসুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জাকির তালুকদার, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ উজ্জল হোসেন মোল্লা, নাগরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, গয়হাটা ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান সহ অত্র ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।