বদলগাছী লাবণ্য প্রভা গার্লস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

- আপডেট সময় : ১১:৩১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ ৭৩ বার পড়া হয়েছে

নওগাঁর বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বাষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বাষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বদলগাছী-মহাদেবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার (সেলিম)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ মহা: আতিয়ার রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলুসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মী ও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থী অভিভাবক বৃন্দ।