পুলিশের সাঁড়াশি অভিযানে বগুড়ার সারিয়াকান্দিতে থানা এলাকার ২৭ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের হেফাজত হতে ১টি বার্মিজ চাকু, ১ গ্রাম মাদকদ্রব্য হেরোইন, ৩৭০ গ্রাম গাঁজা, ৫০ পিস ট্যাপেন্টাডল, ৪ বোতল বিদেশী মদ ও জুয়া খেলার সরঞ্জামাদীসহ নগদ ৬১০ টাকা এবং মাদক বিক্রয়ের নগদ ৩৬,৬০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও জুয়া আইনে মোট ৯টি মামলা রুজু করা হয়।
তাছাড়াও ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় ৪ জন আসামী ও চুরি মামলার তদন্তে প্রাপ্ত ২ জন আসামী ও গ্রেফতারী পরোয়ানামূলে একজনকে গ্রেফতার করা হয়েছে।
আসামীদের বৃহস্পতিবার সকালে জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী।গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার আসামি।