পটুয়াখালীর গলাচিপা উপজেলার পক্ষীয়া এলাকায় পূর্ব বিরোধের জেরে দোকানে ডুকে হামলা চালায়।এতে দোকানের ক্ষয়ক্ষতি সহ আহত হয়েছে কুদ্দুস গাজী (৪৩)।
ঘটনাটি ঘটেছে আহৃতের মুদির দোকানে ১৯ ফেব্রুয়ারী আটটার দিকে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গলাচিপা সদর ইউনিয়ন পক্ষীয়া মঙ্গলবারিয়া বাজার নামক স্থানে মোঃ হাতম গাজীর ছেলে কুদ্দুস গাজী সাথে জমাজমি বিরোধে নিয়ে স্থানীয় নুরুল হক গাজীর পরিবারের মধ্যে বিরোধ চলছে।গত ১৯ ফেব্রুয়ারী সন্ধ্যা সাতটায় কুদ্দুস গাজীর দোকানে তার স্ত্রী রিনা বেগমর সাথে প্রতিপক্ষ পরিবারের সদস্যরা দোকানে ডুকে গালাগালি করে।এক পর্যায়ে হামলা ও ভাংচুর চালায়।হামলায় বাধা দিতে গিয়ে আহত হয় কুদ্দুস গাজী।স্থানীয়রা আহত কুদ্দুস গাজী কে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে আহতের স্ত্রী রিনা বেগম হামলার সাথে জারিত ৫ জন কে অভিযুক্ত করে অভিযোগ করেন বলে ভুক্তভুগী জানান।
সংশ্লিষ্ট ইউ পি সদস্য মোঃ ফারুক হোসেন জানান পূর্ব শত্রুতার জেরে গন্ডগোল হয়েছে।লোকমুখে ঘটনার কথা শুনেছি।পরিষদে কোন পক্ষ লিখিত অভিযোগ করে নাই অভিযোগ করলে সমাধানের চেষ্টা করব।