একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট শাহজাদপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে নেতাকর্মীদের নিয়ে শাহজাদপুর সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে এ পুষ্পস্তবক অর্পণ করে।এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মোঃ নাহিন খান, দপ্তর সম্পাদক পরিতোষ ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ কুমার সূত্র ধর, সদস্য-মোসাঃ শাহনাজ খাতুন, সুফিয়া খাতুন, স্বর্ণা খাতুন রোজিনা খাতুন, বর্ণ, বিদ্যুৎ প্রমুখ।