বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
১৫ মিনিটের ব্যবধানে ভিনিসিয়াসের জোড়া গোল ১ এসিস্ট,হলেন ম্যাচসেরা

যমুনা প্রতিদিন ডেস্ক :
- আপডেট সময় : ১২:১৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩ ৫১ বার পড়া হয়েছে

লিভারপুল বিপক্ষে ম্যাচ মানেই ভিনিসিয়াস জুনিয়র যেন গোল পাবেনই।আগের তিন ম্যাচের দুটিতেই গোল পেয়েছিলেন, আজকেও পেলেন জোড়া গোল।ম্যাচের মাত্র ১৪ মিনিটেই লিভারপুল ২-০ গোলে এগিয়ে যায়।ম্যাচের চতুর্থ মিনিটে ডরউইন নুনেজ গোল করে এগিয়ে দেওয়ার পর ১৪ মিনিটে সালাহ গোল করেন।সালাহর গোলটি আসে কর্তোয়ার ভুল থেকে।কার্বাহালের ব্যাকপাস ঠিকঠাক নিজের আয়ত্বে নিতে না পারলে সেই সুযোগটা কাজে লাগান মোহাম্মদ সালাহ।তবে আনফিল্ডকে স্তব্দ করে দিতে মাত্র ১৫ মিনিট সময় নেন ভিনিসিয়াস জুনিয়র।ম্যাচের ২১ তম মিনিটে দুর্দান্ত এক গোল করে রিয়ালকে খেলায় ফেরান ভিনিসিয়াস।৩৬ মিনিটের সময় এবার অ্যালিসনের ভুলের সুযোগ নিয়ে গোল করেন ভিনিসিয়াস।অ্যালিসন বলটি ক্লিয়ার করতে শট নিয়েছিলেন, সেই শট ভিনিসিয়াসের পায়ে লেগে চলে যায় লিভারপুলের পোষ্টে।