বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

বদলগাছীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছীতেও যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন উপজেলা পরিষদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একুশের কর্মসূচি শুরু করেন।

রাতে এসময় শহীদ মিনারে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর ২১শে ফেব্রুয়ারি সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী সহ নানা সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আতিয়া খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক আবু হাসনাত মিজানুর রহমান কিশোর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা.আতিয়ার রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনি আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন সুবেল, সাংগঠনিক সম্পাদক শ্রী ভগিরত কুমার, সদস্য মাহবুব আলম জামিল, উপজেলা কৃষকলীগের সভাপতি সানাউল ইসলাম হিরো, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু শাহিন,সাধারণ সম্পাদক সুব্রত, উপজেলা যুবলীগের সহ সভাপতি মনিরুল ইসলাম সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ খালেদ অরেঞ্জ বজলুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সবুজ, প্রচার সম্পাদক রাজু আহমেদ শ্যামল, শরিফুল সালমান পলাশ সহ উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + sixteen =


অফিসিয়াল ফেসবুক পেজ

x