বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন চেয়ারম্যান মালেক মন্ডল

জুলহাজুল কবীর,নবাবগঞ্জঃ
- আপডেট সময় : ০৭:৩৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩ ২৪৫ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে দিওড় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল শিয়ালা প্রাথমিক বিদ্যালয় মাঠ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।
মঙ্গলবার সকাল ৭টায় ইউপি সচিব, গ্রাম পুলিশ, ইউপি সদস্য এবং শিয়ালা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এ পুষ্পস্তবক অর্পণে অংশগ্রহন করেন।ভাষা শহীদদের স্মরণে ও তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন, শিয়ালা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানাসহ শিক্ষার্থী, উৎসুক জনতা, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মাতৃভাষার তাৎপর্য, শহীদদের স্মৃতি চারণ নিয়ে আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে।