চাপাইনবাবগঞ্জে ভাষা শহিদদের প্রতি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধা

- আপডেট সময় : ০৭:১৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩ ৯৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগ, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়েছেন।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গনে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে তারা শ্রদ্ধা জানান।
এর আগে শহিদ মনিমুল হক সড়কে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়।পরে সেখান থেকে প্রভাতফেরি করে শহীদ মিনারে এসে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি, সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. দুররুল হোদা, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সদর উপজেলা ল আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান রোকন, জেলা যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা রুমা, জেলা ছাত্র লীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, জেলা স্বেচ্ছাসেক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনকসহ অন্যান্য নেতৃবৃন্দ।