নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ভাষার জন্য জীবন উৎসর্গকারী সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও স্বরণের মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (একুশে ফেব্রুয়ারি) প্রথম প্রহরে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে ধামইরহাট-পত্নীতলা আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকার পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
এরপর উপজেলা প্রশাসন, ধামইরহাট থানা, ধামইরহাট পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ধামইরহাট উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, উপজেলা ও পৌর মানবাধিকার কমিশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় পার্টি, এনজিও, ব্যাংক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ও আদিবাসি পরিষদ, ধামইরহাট মডেল প্রেসক্লাবসহ বিভিন্ন অফিস সমূহ ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার মধ্য দিয়ে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
এছাড়াও বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।