চৌহালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

- আপডেট সময় : ০২:২৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ৯৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন সেই শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এছাড়াও উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, যুব মহিলালীগ, উপজেলা সরকারী দপ্তর, রাজনৈতিকদল ও বিভিন্ন সংগঠন একুশের প্রথম প্রহরে (১২টা ১ মিনিটে) কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চৌহালীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে কাঁঠাল বাগানে ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তারের সঞ্চালনে ও উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, আ’লীগের সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন সরকার।
এসময় ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি মো: তাজ উদ্দিন, থানার ওসি হারুন অর রশিদ, আরডিও সেলিম রেজা, কৃষিবিদ মোহাম্মদ আতিকুর রহমান, আনসার ও ভিডিপির অফিসার আবুল বশির, প্রাণিসম্পদ অফিসার ডা: রফিকুল ইসলাম, প্রাণী সম্প্রসারণ অফিসার ডা: জান্নাতি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হাসান জুয়েল, জনস্বাস্থ্য প্রকৌশলী রিয়াজ উদ্দিন ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বিএসসি প্রমুখ।
এদিকে গৌরবের মিনারে শ্রদ্ধা জানানো ছাড়াও দিনটি পালনে ছিল নানা আয়োজন।ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ছিল ফাতেহা পাঠ, কোরআনখানি, শহীদদের আত্বার মাফফেরাত কামনায় প্রার্থনা, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।