ইবিতে ছাত্রী নির্যাতন,জিয়া পরিষদের মানববন্ধন

- আপডেট সময় : ১২:৩৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ৬৯ বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন ছাত্রীকে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের ঘটনায় মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এ মানববন্ধন করা হয়।
সংগঠনটির সভাপতি প্রফেসর ডঃ তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের সাবেক ডিন, প্রফেসর ডঃ নজিবুল হক, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, প্রফেসর ডঃ রশিদুজ্জামান, প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম ও ড. অলিউর রহমান পিকুল প্রমূখ।
মানববন্ধনটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ড. ইদ্রিস আলী।
এসময় সাদা দলের আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডঃ মতিনুর রহমান, বিজ্ঞান অনুষদের সাবেক দিন প্রফেসর ড. মমতাজুল ইসলাম, অনুজীব বিজ্ঞান অনুষদের সাবেক ডিন, প্রফেসর ডঃ আব্দুস সামাদ, প্রফেসর ডঃ আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রফেসর ডঃ লোকমান হোসেন, প্রফেসর ডঃ মোহাম্মদ সেলিম, প্রফেসর ডঃ গোলাম রব্বানী, প্রফেসর ডঃ আইনুল হক আকন্দ, প্রফেসর ডঃ এটিএম মিজানুর রহমান, প্রফেসর ডঃ মিজানুর রহমান, প্রফেসর ডঃ আব্দুর রাজ্জাক, প্রফেসর ডঃ সাহাবুল ইসলাম, প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক, প্রফেসর ড. নাসির উদ্দিন খান, প্রফেসর ডঃ হাফিজুর রহমান, প্রফেসর ডঃ মোসাম্মৎ খোদেজা খাতুন, প্রফেসর ডঃ খায়রুল ইসলাম, প্রফেসর ডঃ মাকসুদা খাতুনসহ প্রায় শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলে নতুন ছাত্রীর ওপর নারকীয় অত্যাচারের ঘটনায় আমরা লজ্জিত।স্বাধীনতা আজ বস্ত্রহারা।আর কোনো বোন যেন নির্যাতিত না হয়, সেজন্য এর বিচারের দাবিতে জিয়া পরিষদের মতো সকল সংগঠন থেকে আন্দোলনে নামতে হবে।বাংলাদেশের মূল রোগ গণতন্ত্রহীনতা।বাংলাদেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা হলে এ রোগের সমাধান হয়ে যাবে।তাহলে আর কোনো বোনকে নির্যাতিত হতে হবে না। কোনো বোনকে সম্ভ্রম হারাতে হবে না।তাই সর্বস্তরের জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামিল হতে হবে।’