দুমকিতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

- আপডেট সময় : ১২:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ৫৪ বার পড়া হয়েছে

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কর্মময় জীবনের বর্ণনা ও তার রুহের মাগফিরাত কামনার মধ্য দিয়ে পটুয়াখালীর দুমকিতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার চরবয়ড়া নূরে হেরা মাদিনাতুল উলুম নূরানী মাদ্রাসার এতিম ও কুরআনের হাফেজদের নিয়ে কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই উৎসব উদযাপন করা হয়।
যুগান্তরের দুমকি উপজেলা প্রতিনিধি মো: সাইফুল ইসলাম’র উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন’র সভাপতি প্রকৌশলী মো: কামাল হোসেন, দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি মো: রাজিবুল রাজ, মেসাব ইন্টারন্যাশনাল একাডেমি’র প্রশাসনিক কর্মকর্তা মোঃ মুফতী কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার মোঃ আল ইমরান বলেন, যুগান্তর কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি বরং সত্য প্রকাশে অটল রয়েছে এছাড়াও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে যুগান্তর ২৪ বছরে পা রেখেছে।
এ সময় তিনি যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পরে দোয়া ও মিলাদ শেষে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।