দুমকিতে কম্বলে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ১২:২১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ৪৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকীতে পরিত্যক্ত ভিটা থেকে কম্বলে দিয়ে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ লোহালিয়া নদীর পাড়ের পরিত্যক্ত ভিটা থেকে এ নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
মুরাদিয়া ইউপি মোঃ চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, সন্ধ্যায় মুরাদিয়া ইউনিয়নের লোহালিয়া নদীর পাড়ে স্থানীয় বাসিন্দারা কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ দেখতে পান।পরে বিষয়টি আমাকে জানানো হয়।আমি বিষয়টি পুলিশকে জানাই।খবর পেয়ে পুলিশ ওই নবজাতকের লাশ উদ্ধার করে।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম বলেন, সন্ধ্যায় খবর পেয়ে নদীর পাড় থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।কে বা কারা শিশুটিকে রেখে গেছেন বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।