প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় এ্যাড. আব্দুস সাত্তার,জনতার ঢল

- আপডেট সময় : ০৯:৪১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ২২৫ বার পড়া হয়েছে

৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশগ্রহন করলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাতক্ষীরা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, ধলবাড়িয়া থেকে বারবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শেখ আব্দুস সাত্তার।
সোমবার (২০ ফেব্রুয়ারী) আসরের নামাজের পরে নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মায়ের দাফন সম্পন্ন করা হয়েছে।
এ্যাড. আব্দুস সাত্তার মায়ের জানাযায় অংশগ্রহণ করবেন এই খবর জানাজানি হওয়ার পর জানাজাস্থলে জনতার ঢল নামে।
প্রসঙ্গত এ্যাড. শেখ আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীর গাড়ি বহর হামলা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাগারে অন্তরীণ আছেন।
এ্যাডঃ শেখ আব্দুস সাত্তারের মাতা মোছাঃ আছিয়া বেগম (৮৫) গত রবিবার (১৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ৭ টা ৫০ মিনিটে বার্ধক্যজনীত কারণে মৃত্যুবরণ করেন।
বিএনপির এই নেতার মায়ের জানাজায় অংশগ্রহন করেন সাতক্ষীরা জেলা বিএনপি, কালিগঞ্জ, দেবহাটা, শ্যামনগর ও আশাশুনী উপজেলা বিএনপি ও বিভিন্ন অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক সহস্রাধিক জনতা।