নানা আয়োজনে জয়পুরহাটে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে পাঠক-পাঠিকা ফোরাম যুগান্তর স্বজন সমাবেশ জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে পৌর এলাকার খনজনপুর মহল্লার মা নার্সারির সভাকক্ষে এক পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্বজন সমাবেশ জয়পুরহাট জেলা শাখার আহবায়ক বিশিষ্ট কবি আজিজুল হক বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-ঢাকা নটরডেম কলেজের ব্যবস্থাপনা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ম. নূরুন্নবী।
প্রধান বক্তা ছিলেন দৈনিক যুগান্তর জয়পুরহাট জেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশ জয়পুরহাট জেলা শাখার প্রধান উপদেষ্টা প্রভাষক সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের মহাপরিচালক ও নদী ঘুরাও নদীর পথে’র অন্যতম সংগঠক রবিউল ইসলাম সোহেল, জয়পুরহাট সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক নিরাপদ খাদ্য নিরাপত্তা প্রকল্পের পরিচালক পরেশ চন্দ্র মণ্ডল ও জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুস সোবহান মণ্ডল।
আরও বক্তব্য রাখেন, স্বজন সমাবেশ জয়পুরহাট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আলিম, স্বজন-পরিবেশ আন্দোলন কর্মী দেওয়ান গোলাম মাওলা ও ইব্রাহিম হোসেন।
দ্বিতীয় পর্বে নিজের লেখা কবিতা আবৃত্তি করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি জেলা স্বজন সমাবেশের আহ্বায়ক কবি আজিজুল হক বিশ্বাস প্রমুখ।