হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জনের মনোয়নপত্র দাখিল

- আপডেট সময় : ০৯:১৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার দ্বিতীয় বারের মতো ১৬ মার্চ অনুষ্ঠিত হবে পৌর নির্বাচন।এতে মনোয়ন পত্র দাখিলের শেষ দিন ছিলো ১৯ জানুয়ারী রবিবার।শেষ দিনে মেয়র পদে ৫ জন, সাধারন কাউন্সিলর ২৮ জন এবং সংরক্ষিত আসনে ৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে নিশ্চিত করেছেন নির্বাচন কর্মকর্তা জন কেনেথ রিছিল।
রোববার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে মেয়র ও সংরক্ষিত ও কাউন্সিলর পদের প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করতে দেখা গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শেষ দিনে হালুয়াঘাট পৌর নির্বাচনকে কেন্দ্র করে মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৫ জন।
এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মোঃ খায়রুল আলম ভুঞা, স্বত্রন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল হামিদ, আবদুল মোতালেব, নাজিমউদ্দীন আহমদ ও নাদিম আহমদ।
অপর দিকে কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেছেন ১নং ওয়ার্ডে ২ জন, ২ নং ওয়ার্ডে ৩ জন, ৩ নং ওয়ার্ডে ৫ জন, ৪ নং ওয়ার্ডে ৪ জন, ৫ নং ওয়ার্ডে ৩ জন, ৬ নং ওয়ার্ডে ২ জন, ৭ নং ওয়ার্ডে ৩ জন, ৮ নং ওয়ার্ডে ৩ জন, ৯ নং ওয়ার্ডে ৩ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১, ২, ৩ এ ৩ জন, ৪, ৫, ৬ নং এ ২ জন, ৭, ৮, ৯ নং এ ৩ জন।
জানা গেছে, সীমান্তবর্তী এই পৌরসভা গঠিত হয় ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর।কিন্তু সীমানা জটিলতা থাকায় দীর্ঘ ৪ বছর নির্বাচন কার্যক্রম বন্ধ থাকার পর সীমানা জটিলতা নিরসন শেষে ২০১৮ সালের ২৯ মার্চ প্রথম বারের
মতো অনুষ্ঠিত হয় পৌর নির্বাচন।এতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেন মো. খায়রুল আলম ভূঞা।ওই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৪৪২৭ জন।এর মধ্যে ভোট প্রয়োগ হয়েছিল ১১১০৮ জন।শতকরা প্রায় ৭৭ শতাংশ।তিনি (নৌকা) প্রতীকে তিন হাজার ৮৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়ে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হামিদ (ধানের শীষ) পেয়েছেন তিন হাজার ৫১ ভোট।
রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৯৫৪ জন।আগামী ১৬ ই মার্চ হালুয়াঘাট পৌরসভার দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।শেষ দিনে
সুন্দর পরিবেশে মনোনয়ন পত্র জামা দিয়েছে প্রার্থীরা।