নতুন দুই ছবিতে রুবিনা আলমগীর

- আপডেট সময় : ০৮:৪৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে

‘ফুলজান” ও ” শেষ কথা” নামের দুটি নতুন সিনেমার কাজ শেষ করলেন মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী রুবিনা আলমগীর।ছবি দুটির আইটেম গার্ল চরিত্রে পারফর্ম করে প্রশংসা কুড়িয়েছেন গ্ল্যামারাস এই অভিনেত্রী।ছবি দুটির পরিচালকরা রুবিনা আলমগীরের পারফর্মেন্সের প্রশংসায় পঞ্চমুখ।
উভয় পরিচালক বলেন, পারফর্মেন্সের শৈল্পিকতায় ছবির নায়িকাদের চেয়েও এগিয়ে আছেন রুবিনা আলমগীর।ঠিক সময়ে সেটে আসা ও বিনয়ী ব্যবহারের কারণে এই গ্ল্যামার গার্ল নিজের ক্যারিয়ারকে অল্প সময়েই সাফল্যের স্বর্ণালী শিখরে উন্নীত করতে সক্ষম হবেন বলে জানালেন ছবি দুটির ইউনিটের সাথে সংশ্লিষ্টরা।
এই দুটি সিনেমাসহ মুক্তির অপেক্ষায় ‘পাহাড়ী মেয়ে” ও “বাজি” নামের দুটি চলচ্চিত্র।
ছবিগুলোর তিনটি আইটেম গার্ল চরিত্রে কাজ করেছেন প্রতিশ্রুতিশীল এই অভিনেত্রী।এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে রুবিনা আলমগীরের লেখা ও নিজ কন্ঠে গাওয়া ১টি মৌলিক গানসহ ৫ টি মিউজিক ভিডিও।