বাগেরহাটে মৎস্য আড়তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে।এসময় ক্ষতিকর রং মিশিয়ে সাদা মাছ রঙিন করার অপরাধে মোঃ আকবর সর্দার নামে এক মৎস্য ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
১৯ ফেব্রুয়ারি রোববার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এর নেতৃত্বে বাগেরহাটের কেবি মৎস্য আড়ৎ ওই অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, সকালে বাগেরহাটের কেবি মৎস্য আড়ৎ অভিযান পরিচালনাকালে রাসায়নিক ক্ষতিকর রং মিশিয়ে সাদা রঙের জাভা, ভোলা ও তুলার ডাটি মাছ রঙ্গিন করার সময় মোঃ আকবর সর্দার নামে এক মৎস্য ব্যবসায়ী হাতে নাতে ধরা পড়েন।এসময় ব্যবসায়ী মোঃ আকবর সর্দার কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।পরবর্তীতে ক্ষতিকর রং মেশানো মাছ ধবংস করা হয়।
এসময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা পুলিশের একটি টিম।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।