নৌকার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : এমপি শাওন

- আপডেট সময় : ০৮:১৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩ ৩৩১ বার পড়া হয়েছে

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।সকল বাঁধা পদদলিত করে দেশে উন্নয়নের মহাযজ্ঞ চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা।তাঁর হাতেই নিরাপদ বাংলাদেশ।
গতকাল রোববার সকালে ভোলার লালমোহনের চতলা বাজারে দেশের উন্নয়নে কুচক্রি মহলের প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য বলেন, বাংলাদেশের সকল প্রশংসনীয় অর্জন হয়েছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই।এ ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে বর্তমান আওয়ামী লীগ সরকারের জন্য কাজ করতে হবে।
ধলীগৌরনগর ইউনিয়ন দক্ষিণ শাখা আওয়ামী লীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাচ্চুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।