রামগড়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনু্ষ্ঠিত

- আপডেট সময় : ০৭:৫২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩ ৫১ বার পড়া হয়েছে

সারাদেশে বিএনপির পথ যাত্রার নামে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রামগড়ে যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের অংশগ্রহনে রামগড় পৌর শহরে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রামগড় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্ব প্রদীপ কুমার কার্বারির নেতৃত্বে বিকালে একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি বিভিন্ন শ্লোগান সহকারে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার ফারুক, পাতাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আব্দুল আলীম দুলাল সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে রামগড় বাজারস্থ পুলিশ বক্স চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনু্ষ্ঠিত হয়।এতে উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারি বক্তব্য দেন।