মৌলভীবাজারে দৈনিক যুগান্তর পত্রিকার ২ যুগ পূর্তি উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় যুগান্তর স্বজন সমাবেশ এর আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাব হলরুমে ড. এ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে ও দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হোসাইন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহমেদ।
অনুষ্ঠানের বিশেষ উপস্থিত মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার জর্জ কোর্ট এর পি. পি. মোহনা টিভির জেলা প্রতিনিধি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি বকসি ইকবাল, সিনিয়র সাংবাদিক ও মুক্তিযুদ্ধা গবেষক সারওয়ার আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মাহমুদুর রহমান, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দৈনিক যুগান্তর পত্রিকা দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকা, হাঁটি-হাঁটি পা-পা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের ভালবাসা অর্জন করে দুই যুগে পদার্পণ করেছে।আমরা আশা করি দৈনিক যুগান্তর পত্রিকা শত বছর ধরে পাঠকের হৃদয়ে ভালবাসার নাম হয়ে বেঁচে থাকুক।
বক্তারা আরো বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, রাষ্ট্রের দর্পণ সমাজের ভালো মন্দ সবকিছুই জাতির কাছে ফুটে ওঠে সাংবাদিকদের লিখনের মাধ্যমে, খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতেই যেন কোনো নিরীহ মানুষ সাংবাদিকদের লিখনের মাধ্যমে হয়রানির শিকার না হন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ বুরহান উদ্দিন সোসাইটির সভাপতি মোঃ মুহিবুর রহমান, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ময়নুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম রিয়াদ, অর্থ সম্পাদক জুবায়ের আহমেদ রুমি, সহ-অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক আহমেদ পায়েল, কার্যকরী সদস্য কপিল দেব, বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ, আইনজীবী ও কয়েকটি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।
পরে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মৌলভীবাজার গার্লস গাইডের সদস্য নিহা, সালমা, আইরিন ও হাফসার বাদ্যযন্ত্রের মনোমুগ্ধকর তালে তাল মিলিয়ে আনন্দ র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রেসক্লাব ভবনের সামনে এসে সমাপ্ত হয়।