শাহজাদপুরে যুবকের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৯:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩ ৪৯৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক যুবকের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।আবাদী জমি থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া নতুন পাড়া গ্রামের মোঃ সানোয়ার হোসেনের পুত্র মোঃ বাবলু (৪৫) শনিবার দিবাগত রাতে বাড়ি থেকে বের হয় সেদিন রাতে আর বাড়িতে ফিরে আসেনি।পর দিন রবিবার ভোরে বাড়ির পাশের একটি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসি তার স্বজনদের কাছে খবর দিলে তার স্বজনরা লাশের কাছে ছুটে যায়।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে।
লাশের শরীরে ক্ষত না থাকায় কি কারনে তার মৃত্যু হয়েছে সে ব্যাপারে কেউ কিছু বলতে পারছেনা।এঘটনাকে কেন্দ্র করে তৈরী হয়েছে নানা রহস্য।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি (অপারেশন) মোঃ আব্দুল মজিদ বলেন, নিহত বাবলু একজন অটো ভ্যান চালক ছিলো।কিভাবে তার মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে তার কারন জানা যায়নি।ময়না তদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।তবে শাহজাদপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।