বগুড়ার সারিয়াকান্দিতে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদকদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-আন্দরবাড়ী গ্রামের তছলিম আকন্দের ছেলে মোঃ জয়নাল আকন্দ (৪৮), হিন্দুকান্দি দক্ষিনপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ মনোয়ারুল ইসলাম শান্ত (৩৩), সোলেমান আকন্দের ছেলে মোঃ পিন্টু আকন্দ (৩২) ও বাবলু প্রামানিকের ছেলে মোঃ ওয়াহেদুল প্রামানিক মাটাল (২৬)।
গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারী) থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।
সারিয়াকান্দি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্ত্তী জানান, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।