ভোলার বোরহানউদ্দিনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা,উপজেলা পরিষদ মাসিক সভা ও ২১ শে ফেব্রুয়ারীর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১২ টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরিন হকের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার সমন্বিত সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট নওরীন হকের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুন্নী ইসলাম, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী প্রকৌশলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকতা ডাঃ নিরুপম সরকার সোহাগ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম, উপজেলা মৎস্য কর্মকতা আলী আহমেদ আখন্দ, জাতীয় দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশ, পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সরদার, টবগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার, দেউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুল, কুতবা ইউপি চেয়ারম্যান জোবায়েদ হোসেন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় উপজেলা কৃষি কর্মকতা এইচ.এম শামীমের বিরুদ্ধে কৃষি ভর্তূকি পন্য বিতরণের অনিয়মের কথা তুলে ধরেন উপস্থিত সকল চেয়ারম্যান গন।
পরে সভাকক্ষে চেয়ারম্যানগন একের পর এক অভিযোগ তুললে উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক চেয়ারম্যানদের অভিযোগের বিষয়গুলো সমাধানের আশ্বাস দেন।
সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মূল্যর বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট প্রতিরোধে অভিযান পরিচালনা, ট্রেড লাইসেন্স, ঔষধ ও অবৈধ ডায়াগনষ্টিক এর বিরুদ্ধে অভিযান, চুরি দমন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মানিকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার, উপজেলা পরিসংখ্যান কর্মকতা ননী গোপাল, সমাজসেবা কর্মকতা মোঃ বাহাউদ্দিন, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি এইচ.এম এরশাদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।