দিনাজপুরের বোচাগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাদ্যযন্ত্র বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (সেতাবগঞ্জ বড়মাঠ) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাদ্যযন্ত্র বিতরন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সহ-সভাপতি মোঃ আব্দুস সবুর, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নুরুল আনোয়ার চৌধুরী, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
এসময় সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ের মাঝে শরীর চর্চার জন্য ব্যবহৃত বাদ্যযন্ত্র (ঢোল) হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।