রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে ‘এমভি সেজুতি’ জাহাজ।
বাংলাদেশি পতাকাবাহী এ জাহাজটি বৃহস্পতিবার বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙ্গর করে।জাহাজটিতে রাশিয়া থেকে আনা রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের এক হাজার ৪৮ মেট্রিকটন মেশিনারি পণ্য রয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার ক্যাপ্টেন শাহীন মজিদ এই তথ্য জানায়।
তিনি বলেন, বাংলাদেশের আল সাফা শিপিং এই জাহাজের স্থানীয় এজেন্ট।এছাড়া স্থানীয় শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান ২৪ ঘন্টার মধ্যে এই পণ্য খালাস করে সড়ক পথে রূপপুরে নির্মাণাধীন পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দিবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, ‘দেশের নির্মাণাধীন প্রায় সব প্রকল্পের মালামাল অগ্রাধিকার ভিত্তিতে মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে।দ্রুত সময়ের মধ্যে আধুনিক পদ্ধতিতে দক্ষ জনবল দিয়ে এসব পণ্য খালাস হওয়ায় ব্যবসায়ীরাও এই বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন’।