ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীকে সাড়ে চার ঘন্টা শারীরিক নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের ঘটনায় অভিযুক্ত সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগী তাবাসসুমকে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এদিকে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিতের বিষয়েও আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিকে ইবি প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, হাইকোর্টের নির্দেশনার বিষয়টি শুনেছি।বিষয়টি নিয়ে আগামীকাল তদন্ত কমিটির সবাই বসবো।এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।
ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, আমি ক্যাম্পাসে ফিরে ক্লাস করতে চাই।কিন্তু যেতে ভয় পাচ্ছি।আমার নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে এখনও প্রশাসন থেকে যোগাযোগ করা হয়নি।
এ বিষয়ে দেশরত্ন শেখ হাসিনা হল প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম বলেন, হাইকোর্টের নির্দেশনার বিষয়টি শুনেছি।প্রশাসন থেকে কোনো নির্দেশনা দেওয়া হইনি।নির্দেশনা দিলে পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, হাইকোর্টের বিষয়টা জেনেছি।হাইকোর্ট থেকে আমাদের কাছে একটা নির্দেশনা আসবে।আমি ইতোমধ্যে প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসনকে ভুক্তভোগী ছাত্রীকে নিরাপত্তার বিষয়টি জানিয়েছি।আশা করছি আগামী রবিবারের মধ্যে হাইকোর্ট থেকে নির্দেশনা অসবে। এরপর অফিসিয়ালি লিখিত ভাবে হল কর্তৃপক্ষকে অভিযুক্ত ছাত্রীদের ক্যাম্পাস ছাড়ার বিষয়ে নির্দেশনা দেয়া হবে।এছাড়া শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও সিকিউরিটি অফিসকে জানিয়েছি।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।