"যতদিন আছি, যতদিন বাঁচি, চিনতে হবেনা ভুল, ঠিকানা তো বুকে একটাই লেখা' মেঘাই হাইস্কুল" এই শ্লোগান কে সামনে রেখে কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক কৃতি ছাত্র মশিউর রহমানের গ্রন্থ"শতাব্দীর দীপ্ত আলোয় কাজিপুর থানা ও উত্তর সিরাজগঞ্জের উজ্জ্বল বাতিঘর মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়" শিরোনামে মোড়ক উন্মোচন করা হয়েছে।
১৬ ফেব্রুয়ারি মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ মোড়ক উন্মোচিত করা হয়।
উক্ত বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকী, সহকারী প্রধান শিক্ষক মোতাহার হোসেন সহ অন্যান্য শিক্ষক মন্ডলী।
এর আগে প্রতিষ্ঠানের পক্ষ থেকে লেখককে ফুলেল শুভেচ্চ্ছা মাধ্যমে বরণ করে নেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মেঘাই উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইউসুপ উদ্দিন তালুকদারের ভাতিজা সাবেক ছাত্র তোফা তালুকদার, সাবেক শিক্ষকের সন্তান লতিফুর কবির হিমেলসহ ছাত্র-ছাত্রী এবং আরো শুভাকাঙ্ক্ষী।
বইটির লেখক মশিউর রহমান এ সময় উপস্থিত ছাত্র- ছাত্রীদের একটি অঙ্গীকার বা প্রতিশ্রুতি পড়ে শোনান এবং সকলকে হৃদয়ে জাগ্রত থাকুক মর্মে শপথ করান।শপথ হলো-
যতদিন আছি, যতদিন বাঁচি, চিনতে হবেনা ভুল, ঠিকানা তো বুকে একটাই ' লেখা মেঘাই হাইস্কুল"
সিরাজগন্জের কাজিপুরে এই প্রথম প্রকাশিত ও মোড়ক উন্মোচিত হলো মেঘাই ইউছুপ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক মেধাবী ছাত্র মশিউর রহমানের সম্পাদিত কাজিপুর উপজেলার ইতিহাস- ঐতিহ্যের সমন্বয়ে বহুল প্রত্যাশিত গ্রন্থ "শতাব্দীর দীপ্ত আলোয় কাজিপুর থানা ও উত্তর সিরাজগঞ্জের উজ্জ্বল বাতিঘর মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়"।
উক্ত গ্রন্থটিতে কাজিপুরের একশো বছরের ইতিহাস ঐতিহ্য, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার গুণগত মান, শিক্ষা ব্যবস্থা, শিক্ষার ধরণ, শিক্ষাবিদের মতামত, সুনামধন্য শিক্ষক, থানা প্রতিষ্ঠার ইতিহাস, উপজেলার ইতিহাস, উপজেলার বিশিষ্টজনের জীবনী, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রখ্যাত পন্ডিতগন, চিকিৎসক, বিজ্ঞানী, প্রখ্যাত লেখক, সুশিল সমাজের প্রতিনিধি, প্রকৌশলী, সংস্কৃতি, রাজনৈতিক ব্যক্তিত্ব, বরণ্যব্যক্তিবর্গ, গুনীজন, কৃষিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, জনপ্রতিনিধি, কৃষিবিদ, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দের জীবনী সহ অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।