দেশব্যাপী বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বদলগাছী উপজেলা মিঠাপুর ইউনিয়নে আওয়ামীলীগের সৌজন্যে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকালে বদলগাছী উপজেলা মিঠাপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গনে মিঠাপুর আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব হাবিল ফকির এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিঠাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফিরোজ হোসেন, মিনহাজুল মিন্টু আতিক।
আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি লুৎফর রহমান জয়েন্ট সেক্রেটারি মিলন মোহরী মাসুদ রানা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, আওয়ামী লীগের বর্ষিয়ান উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং জনপ্রতিনিধি গণ প্রমূখ।