রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে দুই দিনব্যাপী আন্তঃজেলা অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার সকালে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনিসুর রহমান।
এ সময় রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মাকসুদা আলম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।