নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দৈনিক এই নাটোর’র সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আরিফুল ইসলাম তপু’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (১২ ফেব্রয়ারি) সকালে উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে কেক কর্তন ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট ড. আবু সালেহ মুহাম্মদ তোহা।
উপজেলা শাখার সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সোহেল রানা তুহিনের পরিচালনায় ও যুগ্ন সাধারণ সম্পাদক এম খাদেমুল ইসলাম’র স্বাগত বক্তব্যে প্রধান অতিথি ছিলেন, বাগাতিপাড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ এ.কে.এম শরিফুল ইসলাম লেলিন।
মূখ্য আলোচক ছিলেন, বেটারমেন্ট বাংলাদেশ লি.’র চেয়ারম্যান ড. মো. আব্দুল বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউয়েট বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আশরাফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির সভাপতি সাজেদুর রহমান সজ্জাদ ও পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম।
সাংবাদিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহবান জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।