ঠাকুরগাঁওসহ সারাদেশের বিভিন্ন স্থানের মন্দিরে প্রতিমা ভাঙচুর, সম্প্রদায়িক হামলা, হুমকি ও ধর্ম অবমাননার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে একযোগে মানববন্ধন ও সমাবেশের অংশ হিসেবে রাণীশংকৈল পৌরশহরের চৌরাস্তা মোড়ে শনিবার ১১ ফেব্রুোয়ারি বিকাল ৫ টায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের সভাপতি বাবু অমর কুমার রায়, সম্পাদক অনুপ বসাক, পূজা উদযাপন পরিষদের সভাপতি ছবিকান্ত দেব, সম্পাদক সাধন বসাক,ঐক্য পরিষদের যুগ্ন সম্পাদক অমল বসাক।
আরও বক্তব্য রাখেন খোকন সরকার, দোকান কর্মচারী সমিতির সভাপতি প্রদীপ বসাক, সম্পাদক আনন্দ বসাক, শ্রমিক নেতা পরিমল সরকার, সনজিত চক্রবর্তী প্রমুখ।
বক্তারা বলেন, শান্তি ও সম্প্রীতির এই জনপদকে যারা অশান্ত করতে এই হীন তৎপরতা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
প্রসঙ্গত: গত রবিবার ৫ ফেব্রুয়ারি ভোর রাতে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের জাউনিয়া কলেজপাড়া গ্রামে তিনটি, ধনতলা ইউনিয়নে সিন্দুরপিন্ডি গ্রামে ৮টি ও চাড়োল সাবাজপুর পশ্চিমনাথ পাড়া রাস্তার সংলগ্ন একটি মন্দিরে ৩টি প্রতিমা সহ মোট ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।