সারাদেশের ন্যায় টাংগাইলের নাগরপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে বিএনপি-জামায়াত অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের বছরব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ ফেব্রুয়ারি) সারা দেশের ন্যায় নাগরপুরে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নাগরপুর উপজেলার গয়হাটা, নাগরপুর সদর, সহবতপুর ও মামুদনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কুদরত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, জেলা পরিষদ সদস্য মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ শামসুল হক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ উজ্জল হোসেন মোল্লা, তথ্য ও গবেষণা সম্পাদক জাকির তালুকদার, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন, গয়হাটা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল খান; নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ শাহজাহান মিয়া, সম্পাদক লিয়াকত শিকদার; সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ফারুক হোসেন, সম্পাদক মোঃ উজ্জল সরকার; উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন, সম্পাদক মোঃ সজিব মিয়া; উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সম্পাদক মোঃ ফারুক হোসেন ; উপজেলা শ্রমিকলীগ সভাপতি মোঃ আব্দুস ছালাম, সম্পাদক মোঃ শাহ আলম মিয়া সহ তৃণমূল নেতৃবৃন্দ।