"শিক্ষা নিয়ে গড়ব দেশ,শেখ হাসিনার বাংলাদেশ" প্রতিপাদ্য সামনে নিয়ে ফরিদপুরের মধুখালীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর আওতায় দিন ব্যাপি উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৮ফেব্রয়ারী বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন।
এতে আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মোরশেদা আক্তার মিনা, বিশ্ব সাহিত্যের রিসোর্স ব্যাস্থাপক আবু বক্কার, সহ-ব্যাবস্থাপক সৈয়দ মনির হোসেন, ফৌজিয়া আক্তার রিতা ও মনিটরিং কর্মকর্তা মো. আবু সাঈদসহ প্রমুখ।
এতে উপজেলার ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও লাইব্রেরীর দায়ীত্ব পালনকারী সহকারী শিক্ষকগণ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।