মাগুরার শালিখায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ এবং এসডিজি ও ভিশন ২০৪১ মোতাবেক উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি অর্জন, সাফল্য ও লক্ষ্যসমূহের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক কার্য সম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ মহিলা সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন।
স্বগত বক্তব্য রাখেন মাগুরা জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস।এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ সহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক মহিলারা সমাবেশে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড: কামাল হোসেন বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে একজন শিক্ষিত মা অন্যতম ভূমিকা পালন করে তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে মহিলাদেরকে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।