বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখাকে শক্তিশালী করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এ.এস.এম আশেকুজ্জামান প্রামানিক তুহিনের সভাপতিত্বে একটি পৌর ও ১৫ ইউনিয়ন ওয়ার্ড নেতাকর্মীদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম আনছারী লিংকন ও যুগ্ম আহ্বায়ক আব্দূল্লাহ আল মেহেদী রাসেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাইবান্ধা জেলা শাখার সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম স্বপন।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখছেন, গাইবান্ধা জেলা শাখার সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব আব্দুল লতিফ আকন্দ।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী, সহ-সভাপতি সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি, সাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, রেজাউল আলম রেজা প্রমূখ।
বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক লীগ থেকেই পরবর্তী নেতৃত্ব তৈরি করতে হবে।দলীয় গঠনতন্ত্র, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের প্রতি আস্থা, দলের প্রতি প্রগাঢ় ভালবাসা দেখাতে হবে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।
এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ-সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।