হাফিজ জানান, এতিমদের সঙ্গে কাজ করতে পারা আলহামদুলিল্লাহ সৌভাগ্য বলতে পারেন।আমি অত্যন্ত আনন্দিত থাকি তাদের সঙ্গে কাজ করতে পেরে।
তিনি বলেন, পেশোয়ারে অল্প সময়ের মধ্যে এটি জনপ্রিয় হয়ে উঠেছে।পাশাপাশি কম্পিউটার উপর আমরা শিক্ষা দিয়ে থাকি যেন ভবিষ্যত পাকিস্তানে তারাও অংশ নিতে পারে দারুনভাবে।হাফিজ আরও জানান, তিনি বাংলাদেশ কে ভালোবাসেন।আর এইখানে তার ভালো বন্ধুও রয়েছে আরিফ রহমান শিবলী,ভজাতিসংঘ ইউরোপীয় সংসদ সহ অসংখ্য আন্তর্জাতিক ইভেন্টে বাংলাদেশের শিশুদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন অসংখ্যবার।নিজ স্কুলের জন্য দোয়ার পাশাপাশি সহায়তা চেয়েছেন এই তরুন পাকিস্তানি সবার কাছে।