রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা মাতাতে আসছে পাকিস্তানের বিখ্যাত ব্যান্ড ‘জাল’ রাজশাহীতে গণপিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতা নিহত সারিয়াকান্দিতে পৌর মৎস্যজীবী দলের পূর্নাঙ্গ কমিটিতে সভাপতি কাঞ্চন, সম্পাদক ঘেরু পর্তুগাল বিএনপির নেতাদের সাথে রাষ্ট্রদূত রেজিনা আহমেদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সারিয়াকান্দিতে পৌর ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা সারিয়াকান্দিতে পৌর ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা মান্দায় বিএনপির মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আরএমপির দায়িত্ব নিলেন নতুন কমিশনার আবু সুফিয়ান গোদাগাড়ী ও তানোর উপজেলা বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাইলো উদীচী
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

নন্দীগ্রামে ৩ বছর শিকলে বন্দি জীবন রব্বানীর

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রাামের ক্ষুদেপাড়ার ২৫ বছর বয়সী রব্বানী হোসেনের জীবন তিন বছর ধরে শিকলে বন্দি।তাকে শিকল মুক্ত করে ছেড়ে দিলে ছোটাছুটি করে, যাকেই সামনে পায় তাকেই মারধর করে।মুক্ত থাকলে কখন কী দুর্ঘটনা ঘটায় এমন আশঙ্কায় শিকলে বন্দি করে রাখা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রব্বানীর পরিবারের থাকার মতো দুইটা মাটির ঘর আছে।ঘরের সামনের দরজার দেয়ালের মাঝে ছোট একটি ফাঁকা জানালার ওপর বসে আছে রব্বানী।হাতে শিকল, জানালার সঙ্গে শিকলে তালা লাগোনো।সে কখনো দাঁড়িয়ে, কখনো শুয়ে বসে সময় কাটাচ্ছে।কখনো হাসি-কান্নার মধ্য দিয়েই কাটছে তার জীবন।মাঝে মাঝে কথা বলে, তবে অস্পষ্ট।পরিচিত কাউকে দেখলে কখনো চিনতে পারে।আবার মুহুর্তের মধ্যেই নিজের কাছেও অচেনা হয়ে যায় রব্বানী।ভুলে যায় পরিবার ও পরিচিতদের।অস্বাভাবিক আচরনের সঙ্গে শুরু হয় চিৎকার।

সন্তানের এ অবস্থা দেখে চিন্তায় কাঁদছেন পিতা-মাতা আর বৃদ্ধ দাদি।পরিবার জানায়, পারশুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে রব্বানী। ২০১৮ সাল থেকে হঠাতই সে মানসিক ভারসাম্য হারায়। রব্বানীর হাতে বা পায়ে শিকল পরা অবস্থায় দিনের শুরু হয়, বিকেল গড়িয়ে সন্ধ্যার পর রাতের অন্ধকারেও থাকে শিকল।গোসল, খাওয়া এবং রাতের ঘুম সহ ২৪ ঘন্টাই শিকলে বন্দি।নিত্যদিনের সঙ্গি লোহার শিকল।২০১৯ সালে বাড়িতেই তাকে শিকল বন্দি করা হয়।এ অবস্থায় চলে চিকিৎসা।

রব্বানীর পিতা গোলাম মোস্তফা অন্যের জমিতে কৃষাণের কাজ করেন।তার মা মর্জিনা বেগম নিজেও নানা রোগে অসুস্থ।এরপরেও অসুস্থ সন্তানের যত্ন নিচ্ছেন মা বাবা।পরিবারে দুই ভাই ও এক বোনের মধ্যে রব্বানী সবার বড়। অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধ হয়ে গেছে।

সরকারিভাবে চিকিৎসা সহযোগিতার জন্য বগুড়া জেলা প্রশাসক ও নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছে রব্বানীর পরিবার।

গণমাধ্যম কর্মীদের দেখে রব্বানীর মা মর্জিনা বেগম ও দাদি সুফিয়া বেওয়া কান্নায় ভেঙে পড়েন।

তার মা বলেন, দিনে ও রাতে ছেলের পায়ে, কখনো হাতে শিকল দিয়ে বেঁধে রেখে ঘুমানোর ব্যবস্থাা করি।এ দৃশ্য মা হয়ে সহ্য করতে পারছি না।নিজেও সারা রাত ঘুমাতে পারি না।গরীব মানুষ, ঠিকমতো সংসার চালানোই আমাদের পক্ষে সম্ভব হয় না।ছেলের উন্নত চিকিৎসা করব কীভাবে?

রব্বানীকে শিকল মুক্ত রাখলে গ্রামের মানুষ এবং পশু যা সামনে পায় ঝাঁপিয়ে পড়ে।বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে চলে যায়।সন্তানকে হারাতে চান না, মানুষের ক্ষতি করবে ভেবে নিরুপায় হয়ে শিকল বন্দি করে রেখেছেন।

রব্বানীর ছোট ভাই ওবায়দুল জানায়, তাদের শেষ সম্বল মায়ের ১০কাটা জমি বিক্রি করে চিকিৎসা করেছেন।২০ টির বেশি কবিরাজ, ডজনখানেক ডাক্তারও দেখিয়েছেন।বর্তমানে তাদের আর্থিক অবস্থা ভালো না।এজন্য চিকিৎসা বন্ধ।সরকারি সহ বিত্তবানদের সহযোগিতা চেয়ে নিজের ০১৭৬৬৩৪৮৭৯৭ মোবাইল নম্বর দিয়েছেন।

৪নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. আনোয়ার হোসেন বলেন, হাসিখুশি, শান্ত এবং ভদ্র স্বভাবের রব্বানী তার বাবার সাথে কৃষাণের কাজ করতো।২০১৮ সালে হঠাৎ করেই সে মানসিকভাবে অসুস্থ হয়।তার আচরণ অস্বাভাবিক হয় এবং বেশকয়েকবার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়।পরিবারের লোকজন বগুড়াসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে তাকে আবার বাড়িতে আনে।পরিবার যখন স্বচ্ছল ছিল, তখন রব্বানীর চিকিৎসা চালিয়ে গেছে। বর্তমানে তাদের সংসারেই টানাটানি।

এবিষয়ে নন্দীগ্রাম উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন জানান, অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে শিকল বন্দি রব্বানী।পরিবার থেকে তার অনেক চিকিৎসা করা হয়েছে।তবে তার পরিবার থেকে চিকিৎসার জন্য সহযোগীতা চাইলে অবশ্যই দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ

x
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com